Select Page

ভ্যালেন্টাইন্স ভাবনা

ভ্যালেন্টাইন্স ভাবনা

একটা ভালোবাসা দিবস না এলে কি
ভালোবাসার প্রকাশ হবেনা!
একবার ভালোবাসি বলার জন্য কি
একটা বিশেষ দিন বা তিথি র দরকার হয়!
একটা ভালোবাসার মানুষ না জুটলে
কি কবিতা লেখা হবে না।
একটা কবিতা লিখে বিখ্যাত হবার জন্য নাকি
একটা অসফল প্রেমের দরকার হয়!
এতো শত ভেবে কি কখনো ভালোবাস যায়!
সৃষ্টির আদিকাল থেকেই ভালোবাসার জন্য
প্রাণীকুল ব্যাস্ত, তখন তো দিবস পালিত হয়নি।
জোর করে পাজি ঠিক করে যেমন ভালোবাসা হয়না ,
তেমনি মনে যদি প্রেমানুভুতি না ই থাকে
তবে দিবস পালন করে কি হবে।

ফাতেমা হোসেন
২/২/২২

About The Author