কিছু প্রশ্ন থেকে যায়
অমিমাংসিত উত্তরের আশায়…
কিছু প্রশ্ন থেকে যায়
নিউরনের প্রতিটি শিরায় শিরায়…
যদিও জানি,
উত্তর গুলো বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে থাকে,
কখনো আছড়ে পড়ে ঈশান কোণে….
কখনো বা ঘূর্নিঝড়ের মতো পেচিয়ে ধরে,
অদৃশ্য উত্তর ছুঁতে না পারার দুঃখ ভোলাতে,
নিজেই সাজাই নিজের উত্তর….
মাঝে মাঝে অস্থির প্রশ্নগুলো যখন
হৃদপিণ্ড ছেদ করে….
তখন ছুটে যাই সার্বক্ষণিক তোমার
অধিকারহীন অভিনয়ে প্রলুব্ধ আমি
কাঁচ নির্মিত ভঙ্গুর প্রতিবিম্বের ঘরে…..
উত্তর খুঁজে পাইনা, যেদিকে তাকাই শুধু আমাকেই খুঁজে পাই….
তবে কি কোনদিনই কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায়না!!
প্রশ্নের মাঝে দাঁড়িয়ে খুঁজি উত্তর
আর উত্তরের মাঝে সাজানো গল্প…..
এক সমুদ্র লোনাজল পেরিয়েও যদি
উত্তরেরা একদিন এসে ধরা দেয় আমার
বিচ্ছিন্ন বালুচরে….
এ আশায় বসে থাকি…
অপেক্ষায় থাকি…সার্বক্ষণিক তোমার অধিকারহীন অভিনয়ে প্রলুদ্ধ আমি
কাঁচ নির্মিত ভঙ্গুর প্রতিবিম্বের ঘরে…
শিমু কলি
০৮/০৬/২০২০ইং