উদ্দেশ্যহীন পথের পথিক

Photo of author

By Fatema Hossain

একসময় জীবনের একটি লক্ষ্য ছিলো।
সেই লক্ষ্য পূরণে উদ্দেশ্য নিয়ে কতশত পথ
একটা উৎ ফুল্লতা নিয়ে পাড়ি দিয়েছি,
সেই শক্তির কাছে হারমেনে ক্লান্তিও ক্লান্ত হয়ে গেছে!
আজ জীবন সায়াহ্নতে এসে পেছন ফিরে তাকিয়ে
নিজে থেকেই অবাক হয়ে যায়!
ওটা কি আমি ছিলাম, অথবা আমরা দুজন!
ঐ দূর্গম পথটি কিভাবে পাড়ি দিয়ে এসেছি এতো শতদিন!
তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন ‘ভালোবাসাদের
কৃতিত্ব সন্মান সযতনে আগলে রেখেছি ঝেড়ে মুছে কত কত দিন।
স্মৃতি বড়ো মধুর! একঝটকায় কেড়ে নিয়ে গেছ
মরুভূমির মতো খাঁখাঁ করে এই বুকের ভেতর!
হয়তো বোঝনি কতখানি খালি হয়ে গেছে বুকের পাজর!
তবুও দোয়া করি ভালো থেকো
মুছে ফেলে দুঃস্মৃতি
মাথায় খ্যাতির মুকুটে যুক্ত হোক আরও শত
অর্জনের পালক!
উদ্দেশ্যহীন পথের বাকিটুকু পথ কেটে যাক নিত্য মোর
ক্ষমা ও দোয়া প্রার্থনায়!

ফাতেমা_হোসেন
১৮/২/২২