তুমিময় আমি

আমি এক তুমিতে আসক্ত
যে তুমিটা আমাকে তুমিময় করে তুলেছে।
প্রতিটা মূহুর্ত,প্রতিটা ক্ষনে, তুমি নামক জীবন্তের
স্মরণে,অনুভবের চাঁদরে।

এ কেমন তুমি?
যে তুমিতে আমি অদৃশ্য, যে তুমিতে
আমার অস্তিত্বের অবকাশ নেই।
এই তুমি স্বার্থের কাতারের তুমি নও তো?

নাহ!!!!এ তুমি তে আমি স্থান করে নিবো আমার।
যে তুমিটার অস্তিত্ব মুছে ফেলা যাবে না,,
জীবনের পথ জুড়ে তোমারি ছাঁয়ায়
নিজেক বার বার খুঁজে পাবো,,

প্রেম অনন্তের শেষটায় অমর করে রাখবো
মন পবনের গহিনে,,
শত ব্যথা মুছে,কল্পনার সাগরে ভেসে
বাস্তবতার শিকর আঁকরে তোমায়
নিয়ে বাঁচার স্বপ্নটা আমায় নতুনত্বে
ছোঁয়ায় জাগ্রত করে রাখবে,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!