তুমিময়

Photo of author

By Shimu Koli

আমি মেঘ থেকে রং নিয়ে
তোমার দুটি চোখে
আকাশ আঁকতে চেয়েছি….

আমি চাঁদ থেকে আলো নিয়ে
তোমার চোখের তারায়
আমার আলো খুঁজে পেয়েছি….

আমি নির্জন দিগন্তে
মৌনতা ভালোবেসে তোমাকেই
ক্যানভাসে এঁকেছি….

আমি প্রজাপতির কাছে,
বর্নিল রঙ নিয়ে, শুধু
তোমাকেই রাঙাতে চেয়েছি….

আমি চুপি চুপি ভালোবেসে
শিমুল পলাশ বনে
তোমাকে কৃষ্ণ করে রেখেছি….

আমি অথৈ হৃদয় তলে
ঝিনুকের মতো করে তোমাকে
মুক্তো করে রেখেছি….

আমি সপ্তর্ষি মন্ডলে
তারাদের সভাতে তোমাকে
ইন্দ্র করে রেখেছি……

আমি পরিযায়ী পাখিদের
ডানাভাঙ্গা হাহাকারে
তোমাকেই খুঁজে ফিরেছি…..

আমি লোকালয় থেকে দূরে
অভিমান ফুল দিয়ে
তোমাকেই বরণমালা দিয়েছি….

আমি মগ্ন জীবন থেকে
অবসরটুকু নিয়ে
তোমাতেই মুগ্ধ হতে চেয়েছি….

আমি বুনোমেঘ ভালোবেসে
তোমার মনভূমে,
স্বেচ্ছাচারী হতে চেয়েছি…..

আমি বৃক্ষের কাছ থেকে
ছায়াটুকু চেয়ে নিয়ে,
তোমাকেই আগলে রেখেছি….

আমি হাজার বছর ধরে
পান্ডুলিপি জুড়ে শুধু
তোমার কথাই লিখে চলেছি….

আমি মেঘ থেকে রঙ নিয়ে
তোমার দুটি চোখে
একটা আকাশ এঁকে দিয়েছি….

আর সে আকাশ জুড়ে শুধু
তুমিময় এই আমি,
হাজার স্বপ্ন বুনে চলেছি….।।