তুমি নাই যে শহরে

Photo of author

By Mohammad Oliur Rahman Khan

তুমি নাই যে শহরে
সে শহর বর্ণহীন, শব্দহীন
সে শহরে নেই কোন উন্মাদনা
সেখানে হইনা কখনো বিলীন।

তুমি নাই যে শহরে
সে শহরে পথ যেনো অচেনা
বিবর্ন পাতা যেনো খসে পড়ে
নতুন পাতা আর আসেনা।

তুমি নাই যে শহরে
সে শহর সত্যি বেমানান
অচেনা মুখের ভিড়ে
শুনি শুধু পুরনো সেই গান।

তুমি নাই যে শহরে
সে শহরে নেই যেনো আলো
মানুষের কথা শুধু শুনে যাই
কিছুই যেনো লাগেনা আর ভালো।

তুমি নাই যে শহরে
সে শহর থেমে থাকে প্রাণ নেই
খুঁজি শুধু তোমাকে প্রতিদিন
হারিয়ে যাই গন্তব্য জানা নেই।

অলিউর রহমান খান
মিরপুর, ঢাকা
১৫.০৩.২২