Select Page

তুমি যদি হও তবে আমি হবো

তুমি যদি হও তবে আমি হবো

ফুল যদি হও তুমি
মালা হবো আমি,
নদী যদি হও তুমি
ঢেউ হবো আমি।

চাঁদ যদি হও তুমি
জোসনা হবো আমি,
কবি যদি হও তুমি
কবিতা হবো আমি।

কবিতা যদি হও তুমি
ছন্দ হবো আমি,
আকাশ যদি হও তুমি
চন্দ্র সূর্য তারা হবো আমি।

ঝিনুক যদি হও তুমি
মুক্তা হবো আমি,
হৃদয় যদি হও তুমি
কল্পনা হবো আমি,

আমার যদি হও তুমি
তোমার হবো আমি।

~বিশ্বজিৎ চক্রবর্তী
১৬/০৩/২০২২

About The Author