তুমি আসবে বলে

তুমি আসবে বলে অপেক্ষায় থেকেছি সারাবেলা
তুমি আসবে বলে সুখের স্বপ্ন দেখে সাজিয়েছি মনের ডালা।

তুমি আসবে বলে কত না স্মৃতি দুচোখে করেছে খেলা
তবুও তুমি আসোনি, কেনো আসোনি!?

কেনো তুমি দূরে চলে যেতে চাও?
যতই তোমার কাছে যেতে চাই
তুমি দূরে সরিয়ে দাও আমায়

মনে পড়ে সেদিনের কথা?
দুজনে পাশাপাশি হেঁটেছি
কত না কথা বলেছি।

তুমি চুপ চাপ শুনেছিলে আমার কথা
তোমার কাছে কত না করেছি আবদার।
তুমি আমার পাগলামো গুলো মেনে নিয়েছিলে
তাই তো আমি পাগলামো টা বাড়িয়ে ছিলাম।

কিছুতেই ছেড়ে যেতে চাইছিলো না মন
একটু ভুলের জন্য চলে যেতে হলো আমায়
নষ্ট সময় টুকু কখনো ফিরে পাবো না আর।

খুব কষ্ট হয়েছিলো আমার
হয়তো তোমার ও।

লীনা ফারজানা
২ অক্টোবর, ২০২১ইং