তুমি, আমি, আর চাঁদ

Photo of author

By Mirza Zinatunnesa Munni

স্বপ্ন
আমাকে ফেলে কোথায় গেলে তুমি?
ভাবছো আমাকে ফেলে আবার কোথায় যাবে তুমি?
হ্যাঁ, তুমি আমার সাথে ছিলে
আমি দেখেছি তো তুমি ছিলে
অন্ধকার পথে হাঁটছি দুরুদুরু বুকে
কিছুই যে দেখতে পারছি না।

হঠাৎ পাশ থেকে আলো দিলে তুমি
এখন আর আমি একা নই
তুমি আমি আর আলো
তাই নির্ভয়ে নিশ্চিন্তে এগুচ্ছি সমানে
হঠাৎ তুমি দাঁড়িয়ে গেলে
জোছনা রাত!

অথচ ঘন গাছের আড়ালে সব অন্ধকার
গাছের কোন ফাঁকে উজ্জ্বল চাঁদ দেখে দাঁড়িয়ে গেলে তুমি
কি সুন্দর!!!

সেখানে দাঁড়িয়েই তুমি
পুর্ণ চাঁদ খুজঁতে ব্যস্ত হয়ে গেলে
কিন্তু আমি দেখছি সমানে আরো আলো
সেখানে একেবারে ফাঁকা
খোলা আকাশের জোছনা মাখা চাঁদ
আমি দেখতেই আনন্দে তোমার ডাকলাম।

কিন্তু চাঁদের মায়ায় তুমি সেখানেই রইলে আমাকে বললে তুমি যাও, আমি আসছি
আমিও চাঁদের আলোয় গন্তব্যে পৌঁছে গেলাম।
কিন্তু তুমি আর ফিরে এলে না!!!