তবুও আশা

Photo of author

By Basob Roy

না হয় নাই দিলে প্রেম, নাই দিলে ভালোবাসা –
নাহয় নাইবা দিলে একটুখানি ছোঁয়া একটুখানি আদর মিশ্রিত সাহচর্যতা –
শুধু একটিবার চেয়ে দেখো,
একটিবার পেছন ফিরে চাও-
আমার কৃষ্ণচূড়া আর পলাশের রাঙা রঙ্ দিয়ে
তোমাকে রাঙিয়ে তুলবো।

নিরাপদ দূরত্বে থেকে তোমায় তৃষ্ণার্ত তাকাব।
তোমার উপলব্ধির বাইরে আমারও
কোনো সাড়া নেই।
নির্লিপ্ত আমি অনুভবের দরজায় শব্দহীন অপেক্ষায়।
আমার অপেক্ষায় নেই ‘তুমি’।

সাত্ত্বিক দরিদ্র চেহারায় কুটির বানাবার সঙ্গতি নেই।
খোলা আকাশের নীচে কুয়াশার শেষ আমন্ত্রণ,
বসন্ত বিলাসে প্রকৃতির আবার নতুনরূপে আবির্ভাব।

আকাশ, পাহাড়, সাগর, নদী ও অরণ্য আমার,
মেঘ, ঝরা পাঁপড়ি আমার নীরস উপাখ্যানে
অনন্য উপকরণ।

নাইবা দিলে প্রেম, নাইবা ভালোবাসা।
আমার প্রকৃতি আছে।
সুন্দর প্রকৃতি।

বাসব রায়
০১/০৩/২০১৭