থেকে যাও না প্রিয়

Photo of author

By Kamrun Nahar Bithi

হয়তো তুমি,নয়তো কেউ না
তবুও থাকো না পাশে আমার
ছাঁয়া না হলেও অনুভবে
আলতো পরশে মন পবনে ছুঁয়ে যেও
মিশিয়ে নিবো অস্তিত্ব শহরে
পাবো না জানি তবুও ভাববো আছো আমার
খুব ছোট করে চাইবো বার বার
তবুও থেকে যাও না আমার…

হঠাৎ হঠাৎ ভাববো তোমায় নিয়ে
সময় গড়ালে বসে অসময়ে
ভেবো না,ভাববো বলে ভালোবাসি
ভালোবেসেছি বলেই তোমায় ভাবি
এ ভাবনার নেই তো কোনো অন্ত
ছোট্ট মনের শেষ প্রান্তে
তোমার প্রেম সূর্য যাবে অস্ত…

শোন প্রিয় আবার তোমায় ভাবি
থেকে যাও না অনন্তকাল ধরে
ভাবনার জগতের নিকুঞ্জের গভীরে
সুভাসের আলোয় মাতাল সেই বনে
আসবো,বসবো পাশে,বলবো তোমায়
দেখবো তোমায় প্রেমের আলোয়
থেকে যাও না প্রিয়…

চাই না তো আমি আর কেউ থাকুক
তুমি নয়তো কেউ না
কতো আকুতি থেকে যাওয়ার
ছলছল নয়নে গভির দৃষ্টিতে কি বুঝো না
রেখে দিবো প্রিয়,তেমনি করে
যখন এসেছিলে প্রেম নিয়ে
মনের দুয়ারে বসন্তের প্রথম প্রহরে…
থেকে যাওয়া প্রিয়…