Select Page

কথা কাব্যের প্রেম

কথা কাব্যের প্রেম

মুগ্ধ আমি পুলকিত আমি
শিহরিত হয় মন
ছন্দ কাব্যে ভালোবাসার পরশ
ছড়িয়ে দাও যখন।

ছন্দ কাব্য ভালোবাসার আলো
ছড়িয়ে যাও যখন
এ’মন আমার ধিনতানাধিন নেচে
ভালোবাসতে চায় তখন।

জানি তুমি আমি হবো না কভু এক
রইবো যোজন যোজন দুরে
তবুও এ মন ভালোবেসে যায়
বিরহে মন যে পোঁড়ে।

মিশে থাকো তুমি নিঃশ্বাসে আমার
জড়িয়ে নাও বুকে
এ’মন আমার হারায় কোথাও
ভাসিয়ে নেয় সুখে।

তোমার আমার এই ভালোবাসা
রইবে আমরন
অধরা হয়ে থাকতে চাই আমি
কাছে পেতে চায় শুধু এ’মন।

না হোক কথা, না হোক দেখা
চাওয়া পাওয়া না’থাক মনে
ভালোবেসে শুধু মিশে যেতে চাই
একে অপরের সনে।

পবিত্র প্রেম এমনই হয়
চাওয়া পাওয়া থাকেনা মনে
যুগ যুগ ধরে ভালোবাসতে চায়
বেঁচে থাকতে চায় স্মরণে।

About The Author