Select Page

তেলেসমাতি

তেলেসমাতি

এই কটা দিন বাচলে তবে
বুঝে যাবো বাচার মানে,
বেহায়াপনায় যদিও বাচি
সকাল- বিকাল ধরবো কানে।

খাওয়া কেন তিনটি বেলা
উদরপূর্তি নিয়ম করে,
এজাতটাকে যতই বোঝাও
শেষ অবধি খেয়েই মরে।

চচ্চড়িতে ঝোলে ঝালে
ভর্তা,শর্ষে নিরামিষে
তেলের উপর তেল ছড়িয়ে
নিত্য দিনে মারছে পিষে

তেলের বদল জল দিলে বা
রান্নায় এমন কি বা ক্ষতি,
সারা মাসের বরাদ্দ শ্রেফ
দু এক ফোটা, জনপ্রতি।

About The Author