তেলের কড়চা

Photo of author

By Shamsuddha Fazal Siddiquee

তেল রে তুই দেখাস শুধু ভানুমতির খেল
হরি কাকু ফুলির মা সবাই মারে ফেল!

তোরে ছোঁয়া যায় নারে তোর বড় কদর
কারেও পাত্তা দিস নারে তুই বড় বাঁদর।
তেল ছাড়া ফুলির মা করে হায় হায়
তেল ছাড়া হরি কাকুর ঘরে থাকা দায়!

তেল ছাড়া রান্না নাই বলে ফুলির মায়
বাজ পড়লো হরি কাকুর এবার কোথা যায়!
তেল নেই ফুলির মা করে হৈ চৈ
তেল তেল করো যদি কেমনে ঘরে রই!

ফুলির মা তেলা মাথায় দেয় শুধু তেল
হরি কাকুর রুক্ষ মাথায় ভাংগে শুধু বেল!
তেলের জ্বালায় হরি কাকুর ঘরে থাকা দায়
আর রবে না ঘরে কাকু ভয়ে পালায়!

সামছুদ্দোহা ফজল সিদ্দিকী