Tag: কবিতা
নির্জনতায় তুমি আমি
নির্জনতায় সঙ্গী করে চাঁদ কে তুমি ডাকোচাঁদের সাথে আমায় তুমি সঙ্গী করে রেখোমিষ্টি আলোয় বসবো দুজন পাশাপাশি হয়েগল্প কথায় রাত কাটাবো সময় যাবে বয়ে।
নিশি...
আমাদের গল্প
আমাদের গল্পেসুখ অপ্রত্যাশিতঅসুখ প্রতিনিয়ত!
আমাদের গল্পেবিশ্বাস অবিরতঅবিশ্বাস ক্ষত!
আমাদের গল্পেভালোবাসা অফুরানভালোথাকা অসম্পূর্ণ!
আমাদের গল্পেহৃদয় ভরা আবেগবাঁধা শুধু বিবেক!
আমাদের গল্পেঅমাবস্যা চলমানজোসনা যেখানে ম্লান!
আমাদের গল্পেপ্রকৃতি বেহেমিয়ানআকুতি শুধু চলমান!
আমাদের গল্পেশুরু...
তুমি আমার অন্যরকম অনুভুতি
তুমি মানুষ টা আমার এক অন্য রকম অনুভুতিহৃদয়ের আষ্টেপৃষ্টে জড়ানো তুমিখুব করে অনুভুত হয় তোমাকেবলতে না পারার মতোই এক কম্পনেমিশে গেলে কি ভাবে যেন...
তুমি আর আমি
তুমি আমার প্রেমিকা নওতাই বলে, ‘ভালোবাসি না’,-- এমন তো বলিনি কখনো!যার আঘাতে জেগে ওঠে আমার অস্তিত্ব, আমার অহংতাকে ভালোবাসি না, তাই কি হয়!
তুমি আমার...
ঘাস ফড়িংয়ের খোঁজে
একটি বর্ণীল ঘাস ফড়িং এর খোঁজে,আমি এফোড় ওফোড় করে ফিরেছি,পূর্ব থেকে পশ্চিম, উত্তর দক্ষিণ,নেই নেই কোথাও নেই,শুধু হাহাকার, বেদনার উদগীরণ।
সিংহল সুমাত্রা হয়ে হিমালয়ের পাদদেশে,সমুদ্রের...
প্রেমের অনুরক্তি
অভিমানী বর্ষণ বুকের জমিনেপ্রেমকে সিক্ত করে,সুজলা প্রেম বিকশিত হয়আপন মনের ঘরে।
ঝরে সে নির্ঝর আবেগের মাল্য হাতে,কাছে টেনে নিতে সুখের অদৃশ্য বন্ধন,শুধু মুখে ফুটে না...