স্বপ্ন নিবিড় ও নীরব

Photo of author

By Fowjia Sultana

ঋতু বৈচিত্র্যে হেমন্ত বহমান
কি বিস্ময়কর…

এমন দিনে বরিষে বর্ষন,ঝরিয়ে টুপটাপ
অবিরাম অঝোর ধারায়!!

এমন দিনে গরম চা’য়ে ধোঁয়া ওঠা মগে চুমুকে
ভালোই লাগে ভেজা মন নিয়ে।
স্মৃতিরা ধারা পাল্টায়!
পাল্লায় মেপে জীবন যাপন অনেক কঠিন
কঠিন আর সহজে সহবস্থান
আসলেই বৈষম্য মূলক আচরণ!!

প্রকৃতির আচরণ ও বিরূপ
প্রতিক্রিয়া আমরা দেখতে কি পাই নাকি বুঝি?
না বুঝার ঘেরাটোপে আমরা মানবকূল।

জটিল জট ভেঙে সমাজের সাজানো নীতিমালার
নীতিগত পরিবর্তন দ্রুততম সময়ে কি
শান্তির নিশ্চয়তা দেবে!!
প্রশ্নবাণে জর্জরিত সমাজ।
খুঁটিয়ে খুঁটিয়ে আঘাত,লাঞ্ছিত হয়ে মুহুর্মুহু চিত্কার
আর সুস্হ সমাজের স্বপ্ন?

এ স্বপ্ন নিবিড় ও নীরব!!
এ সামাজিক অবকাঠামোয় খোলা স্বপ্ন দেখতে বারণ।

এ আদালত জনতার আদালত!!?
এ রঙ মঞ্চের দোলাচলে আমরা মানবকূল
তোমার রহম ছাড়া আমরা অচল।
অচলায়নে সচলতা দাও প্রভূ!!

ফৌজিয়া সুলতানা
২৩/১০/২০২০ইং