Tuesday , 4 November 2025
Trending

সংগোপনে

ঝিরি ঝিরি বাতাসে এলো চুল খুলে
আমি একা বসে, তুমি আসবে বলে
হবে দেখা আজ বুঝি তোমারই সনে
আসবে কি তবে তুমি সংগোপনে।

মনে মন কথা কয় তব সুরে সুরে
কোকিলের কুহু ডাকা ভর দুপুরে
রয়েছো গো তুমি এই মনেরই কোনে
আসবে কি তুমি ওগো সংগোপনে।

এলো চুল উড়ে মোর ঝিরিঝিরি বাতাসে
ঝাঁকে ঝাঁকে উড়ে পাখী খোলা আকাশে
মন মোর উড়ে যায় পাখীদের সনে
আসবে কি তুমি ওগো সংগোপনে।

তারা ভরা রাতে ওই চাঁদ উঠেছে
ওই বাঁকা চাঁদে মোর মন মেতেছে।
জোনাকিরা দলে দলে ভিড় করেছে
আসবে তুমি তাই আলো জেলেছে।

প্রেমময় মন মোর তোমারে যে চায়
বেদনার সুরে তাই গান সে যে গায়
চুপিসারে কে যেন গুনগুন গানে
এসেছো কি তুমি তবে সংগোপনে।

১৭ই জুলাই ২০২২
সময়ঃ দুপুর ৩ঃ৩০ মিনিট

Check Also

মখমলি চাদরে প্রেয়সী

শীতের সকালের মিষ্টি আলোয়শিশির যখন ঝিলমিলিয়ে হাঁসে,সে সৌন্দর্যে ডুবে গিয়ে,আমি কবিতার ডায়েরিতেমনোনিবেশ করি আরতন্ময় হয়ে …