ঝিরি ঝিরি বাতাসে এলো চুল খুলে
আমি একা বসে, তুমি আসবে বলে
হবে দেখা আজ বুঝি তোমারই সনে
আসবে কি তবে তুমি সংগোপনে।
মনে মন কথা কয় তব সুরে সুরে
কোকিলের কুহু ডাকা ভর দুপুরে
রয়েছো গো তুমি এই মনেরই কোনে
আসবে কি তুমি ওগো সংগোপনে।
এলো চুল উড়ে মোর ঝিরিঝিরি বাতাসে
ঝাঁকে ঝাঁকে উড়ে পাখী খোলা আকাশে
মন মোর উড়ে যায় পাখীদের সনে
আসবে কি তুমি ওগো সংগোপনে।
তারা ভরা রাতে ওই চাঁদ উঠেছে
ওই বাঁকা চাঁদে মোর মন মেতেছে।
জোনাকিরা দলে দলে ভিড় করেছে
আসবে তুমি তাই আলো জেলেছে।
প্রেমময় মন মোর তোমারে যে চায়
বেদনার সুরে তাই গান সে যে গায়
চুপিসারে কে যেন গুনগুন গানে
এসেছো কি তুমি তবে সংগোপনে।
১৭ই জুলাই ২০২২
সময়ঃ দুপুর ৩ঃ৩০ মিনিট

আমি জীনাত — জীবনের ঘূর্ণিতে আটকে থাকা এক স্বপ্নবতী মন।
উন্নত জীবনধারার ভারে এক সময় নিজের ভেতরের আমি-টাকে হারিয়ে ফেলেছিলাম। কিন্তু এক বিকেলে, জীবনের পড়ন্ত আলোয়, হঠাৎই আমার এক পুরোনো ইয়ারমেট বন্ধু পাঠরটুকু সড়িয়ে দিলো। তারপর যেন সব বদলে গেল। জমে থাকা অনুভূতিরা বাঁধ ভেঙে বেরিয়ে এলো—গল্পে, কবিতায়, গানে।
লিখি নিজেকে জানার জন্য, হৃদয়ের সবুজ ভাঁজগুলো খোলার জন্য। প্রতিটি শব্দে আমি ফিরিয়ে আনি একেকটি অনুভূতির মুখচ্ছবি, যেখানে পাঠকরাও খুঁজে পেতে পারেন নিজেদের কিছু টুকরো।
কালিকলম পাঠকই যার লেখক, লেখকই যার পাঠক