সমুদ্র কাব্য

আমি বলছি না, তোমাকে স্মার্ট হতেই হবে
শুধু রবীন্দ্রসঙ্গীত প ছন্দ করলেই হবে।
আমি বলছি না, তোমাকে খুব স্মার্ট হতেই হবে
শুধু আমার সঙ্গে পাল্লা দিয়ে হুমায়ুন, সুনীল, সমরেশ পড়লেই চলবে।
আমি বলছি না, তোমাকে অনেক স্মার্ট হতেই হবে
শুধু গাড় করে চোখে কাজল দিয়ে, নীল চুড়ি, নীল টিপ, আর নীল শাড়ী পড়লেই হবে।
আমি বলছি না, তোমাকে প্রচুর স্মার্ট হতেই হবে
শুধু মুষলধারে বৃষ্টি হলে বৃষ্টির পরশ নিয়ে আমায় একটু ছুঁয়ে দিলেই হবে।
আমি বলছি না, তোমাকে অসম্ভব স্মার্ট হতেই হবে
শুধু গোধূলী বেলায় বেলকনিতে কফি হাতে চোখে চোখে কথা হলেই হবে।
আমি বলছি না, তোমাকে প্রচন্ড স্মার্ট হতেই হবে
শুধু জ্যোৎস্না রাতে, শুধু জ্যোৎস্না রাতে তার আলোয় আমায় ভেজালেই চলবে।
হম…

আমি বলছি না, তোমাকে বেশি স্মার্ট হতেই হবে
শুধু সমুদ্রে পা ভিজিয়ে এক সমুদ্র ভালোবাসি বললেই চলবে…

(((স্বর্ণ কে উদ্দেশ্য করে কোন একদিন সমুদ্র কব্যটা রচনা করেছিলেন।)))
—–স্বর্ন সমুদ্র।