Select Page

সম্পাত

ধরাকে যে সরাজ্ঞান করছো
করো বেশ….
দেখো কিন্তু, ভুলেও রেখে
যেয়োনা এর রেশ….

চলে যাবে কদিন পরেই
নয়তো অজানা….
স্থায়ী নয় কোনো কিছুই
ভুলে যেওনা…..

উপরওয়ালা আছেন এক
রশি যে তার হাতে….
এক টানেতে মিশিয়ে দিবেন
সন্দেহ নেই তাতে….

অহংকারের মিছে বড়াই
কেনই করো তবে….
জানোই তো ঠুনকো সবি
এই মায়ারই ভবে……

কালো মনের কালির আঁচড়
দিচ্ছো সাদা মনে….
অভিশাপের প্রহর গুলো
জমাও ক্ষণে ক্ষণে…..

যা ইচ্ছে করো তুমি,
মন যখন যাই চায়……
উপরওয়ালাই জানেন
তোমার কখন শেষ সময়…

About The Author