সময়

Photo of author

By Shimu Koli

সময়গুলো বিরহ আর বিষন্নতায় ভরা
অবহেলায় ঝরে পড়া যেমন কৃষ্ণচূড়া…
একটা দুটো স্বপ্ন ছিলো বিবর্ণ তার রঙ
মনের উপর পড়ছে বুঝি মরচে ধরা জং;
ব্যালকনিতে ঝুলে থাকা নিঃসঙ্গ অভিমান
ডানা ভাঙা প্রজাপতির ব্যাকুল উপাখ্যান…
ইচ্ছেগুলো হয়েছে আজ ভোকাট্টা ঘুড়ি
বাক্সবন্দি কথাগুলোও হয়ে গেছে চুরি;
নিস্তব্ধ মঞ্চে আর জলছেনা তো আলো
কৃষ্ণপক্ষ চলছে বুঝি তাইতো এতো কালো!
উদভ্রান্ত কবিতায় আজ নেইযে অন্তমিল
বেদনার রঙ মেখেছে, হয়েছে তাই নীল…

শিমু কলি
১/১১/২১