Select Page

সবুজ বাতি

সবুজ বাতি

সবুজ বাতিতে ঘেরা মেসেঞ্জারের পৃথিবী
সভ্যতার ঠোট ছুয়ে নেমে আসে দীর্ঘ আলাপ. আবেগ
একটা আমি,
একটা তুমি,
একটা সে,

নেটওয়ার্কের টাওয়ার টপকে মহাকাশের স্যাটেলাইটের উচ্চতা ছাড়িয়ে
আরও উঁচুতে আশ্রয় নেয়া অনুভুতিরা কি সুন্দর প্রজাপতির মতো উড়ে বেড়ায়,
মিল্কিওয়ে গ্যালাক্সির মতো উজ্জ্বল একেকটা কাছের মানুষ কিছুদিন পর
ইউরেনাসের কক্ষপথের মতো নীরব হয়ে রয়।

ফারিহা তাসনিম চৌধুরী
১লা মার্চ, ২০২২ইং

About The Author

1 Comment

  1. রুপা মোজাম্মেল

    সুন্দর লিখেছো👏👏