সবাই একরকম হয়না
যদি এমন হবে তবে ওমন হবে কে?
ছোট্ট যে সংসার সেখানেও সবাই
একমত হয়না, দ্বিমত হয়, বহুমুখী হয়, সুরেলা হয়, বেসুরো হয়।
সংগীদের মধ্যেও সবাই একরকম হয় না।
কেউ সেলফিস, কেউ জেলি ফিস,
কেউ বাইম মাছের মত পিছলে যায়,
কেউ কৈ মাছের মত একটু বৃষ্টি পেলেই উথলে ওঠে।
ক্লাসে কেউ ফার্স্ট হয়,
কেউ ফেল করে হার্ট হয়
কেউ সাহায্যের হাত বাড়ায়
আবার কেউ সুযোগ বুঝে পালায়
কেউ সহমর্মী হয়ে ঝাঁপিয়ে পড়ে
তাই সবাই একরকম হয় না
কেউ কেউ অন্য রকমও হয়।
কেউ কেউ প্রেম করে আবার
কেউ কেউ প্রেম ভাংগে
কেউ কেউ প্রেম করে বিয়ে করে আবার
কেউ কেউ বিয়ে করে পরকীয়া করে
কেউ সৎ উপদেশ দেয় আবার কেউ কুটবুদ্ধি ঢালে
কেউ ভালবাসা জানায়
কেউ হিংসা-দ্বেস ছড়ায়
তাই সবাই একরকম হয়না, ঐরকমও হয়।
সংসারে কেউ চাকুরে,
কেউ বেকার,
কেউ কিং মেকার।
সবাই প্রমোশন চায়
কেউ পায়, কেউ পায় না।
যে পায় সে আর পিছু ফিরে তাকায় না
যে পড়ে থাকে সে আর উপরের আকাশ দেখতে পারেনা।
কারো প্রাচুর্য আছে আবার কারো আছে গরীবীয়ানা
ধনীর আছে দারিদ্রবিলাস আর
গরীবের কখনো কখনো সুখবিলাস।
অতএব, সবাই একরকম হয়না, অন্যরকমও হয়।
তবে সবাই দু’টি বিষয়ে একরকম: স্বার্থ আর স্বপ্ন।
সবাই স্বার্থের হায়ার ম্যাথ ভাল জানে
ধনী বোঝে উপেনের দু’বিঘা জমি তার বড় বেশী প্রয়োজন
আর গরীব বোঝে ঐ দু’ বিঘা জমি বেচে ত্রয়োদশী মেয়েটার
বিয়ে না দিলে পাড়ার শকুনেরা ছিঁড়েখুঁড়ে খাবে।
ধনী স্বপ্ন দেখে
হেথা নয় হোথা নয়, অন্য কোথা অন্য কোন খানে তার যথার্থ ঠিকানা
আর গরীব স্বপ্ন দেখে
যাকাতের টাকাটা পেলেই আগামী দু’মাস সে নিরাপদ।
তাই কিভাবে সবাই একরকম হবে
যেরকম হওয়ার কথা আমরা কেউ কেউ ভাবি!