নিঝুম বরষার উদাসী হাওয়ায়
মন হারায় তার অতীত পাতায়,
কত কি স্মৃতি, তিক্ত মধুর
আনমনে মন ভাসে দূর অজানায়।
ফেলে আসা দিন, শৈশব কৈশোর
খুনসুটি ভরা ছিল কতনা মধুর,
নতুন করে রাঙাতে নিজেকে আবার
যদি থাকতো কাঠি কোন এক যাদুর।
কতো বন্ধুর পথ পেড়িয়ে শেষে
জীবন স্থবির শ্রাবণে একাকী ভাবে,
কেন এই বড়ো হওয়া, কেন বদলায় জীবন
সময়ের ঘড়ি কি স্মৃতি ফিরিয়ে দিবে?
ব্যস্ত সময় পর মানুষ নিজেকে হারায়
ফিরে পেতে চায় তার আজন্ম শৈশব,
রয়ে যায় শুধু সে হৃদয় আঙ্গিনা ঘিরে
নয়ন কার্ণিশে ঝরে বিষাদের অর্ণব।
ভালো লাগে ভাবতে নিজেকে নিয়ে
হেসে খেলে লুটোপুটি প্রয়াত জীবন,
কাদা জলে মিশে থাকা সোনালী অতীত
স্বর্গ সুখ বিরাজিত দুর্দান্ত প্লাবন।