Select Page

ক্ষুদে চাষী

ক্ষুদে চাষী

জমি কিছু আছে তাই
আমি অসহায় এক ক্ষুদে চাষী।

মাঠে ভরা ধান সোনালী ফসল
মোরা কত ভালবাসি।

গরু দুটি ছিল বিদায় দিয়েছি
ভরসা যে ট্রাকটরে।

জৈব সার খুঁজে মিলে না আর
সবই আজ রাসায়নিক সারে।

ধান গুলি সব শোষক পোকায়
করছে যেন শেষ।

তার পরেতে অকাল বৃষ্টি
ধরেছে তাহার বেশ।

আমি অসহায় এক ক্ষুদে চাষী
চাষ ই আমার ধর্ম।

চাষ ছাড়া যে নেই উপায় আর
এটাই আমার কর্ম।

কাস্তে গুলি সব কাঁদছে বসে
আমরা বেকার হলাম।

লাঙল জোয়াল তারা ও বলে
মোরা তোমার পথে এলাম।

গরু গাড়ি তার কথা
আর কি বলা যায়।

কোথায় যেন হারিয়ে গেছে
আর কি দেখা পাই।

শ্রান্ত ক্লান্ত আমি
মুখে ফুটবে কি আর হাসি।

সর্বহারা হয়েছি আজ
অসহায় ক্ষুদে চাষী।

তৈয়েবুর রহমান
১১/০২/২০২২

About The Author