শুনতে পাও

Photo of author

By Shahanaz Parvin

শুনতে পাওনা তুমি; তুমি দুর, বহুদুর
চিত্রকর তুমি; এখনও আকোঁনি
সেই ছবি; আমি মৃতপ্রায়
শুধুই তোমারে চায়;
তোমার স্মৃতি রোজ গান গায়,
জানো না? শোনো না কি? সেই আজানের ডাকাডাকি;
তুমি নেই পাশে
আমি বিকৃত উল্লাসে;
চিৎকারে ডাকি,”শুনতে পাচ্ছ কি”
বলি শোন, শোন এতো ডাকি
সাড়া নাই,শব্দ নাই;
ইচ্ছেগুলো অমানিশার অন্ধকারে
আমি নিশ্চুপ ধ্রবতারা হয়ে;
পুস্পিতার গন্ধে কাননের শোভাশ্রী
মোহিত গন্ধে বিভোর আকুল রাতি;
দেহ তরী নিয়ে চলে হৃদয়ের টানে,
দুই নদীর আপন ব্রতি সংগোপনে;
স্বপ্নমাখাঁ সুখগুলি আঁখি ছলছলে,
হৃদপৃন্ডের আশাগুলো কাননের বিলে;
আমি কথা শুনি জোছনার কথা;
হৃদয়ের খিদে গিলে ফেলি চাঁদের সাথে;
মহাসাগরের নীল জলরাশিকে জিগ্যেস করেছিলাম;
স্মৃতির নৃশংস দরশুরা লাশের উপড় আমায় তাড়া করছে, কি করি;
মহাসাগরের নীল জলরাশি নিশ্চুপ ছিলো;
সূর্য আজ পশ্চিমে স্হির হয়ে আছে,
দেখ দেখ চেয়ে আকাশের গায়;
পরশে পরশে তার উজ্জল উপস্হিতি;
আমি চোখের জল আকাশে বন্ধক রেখে নেয়ামত স্বরুপ তোমার শ্বাস ভিক্ষে করি;
কি করে তোমারে বুঝাই;
জানা নাই; জানা নাই…