মাঝে মাঝেই কেনো এমন হয়
দুঃখ গুলো নেমে আসে মনের ঠাঁয়
কষ্ট গুলো দুমড়ে মুচরে দেয় ভেতরটায়
মাঝে মাঝেই কেনো এমন হয়?
আমি বার বার ব্যর্থতা কে মেনে নেই
তবুও কেনো কালো আঘাতে জর্জরিত হই
আশার প্রদীপ নিভু নিভু করে
দমকা কালো হতাশার বাতাসে
মাঝে মাঝেই কেনো এমন হয়?
আমি আবারও ভাবি দুঃখ কে নিয়ে
দূরে সরিয়ে একলা হয়ে শূন্যতা কে নিয়ে বাঁচতে
তবুও চাই দুঃখরা দূরে থাকুক
কেনো আবার কাছে আসে মনের অসুখে
আবারও জড়াই নিজেকে দুঃখে
কাঁদো কাঁদো দুঃখ ভরা মনে নিজেকে
ভালো রাখার বৃথা চেষ্টা
মাঝে মাঝেই এমন হয়।
এই মাঝে মাঝেটাই কেনো জানি
হঠাৎ করে জীবন ছেয়ে দেয় হতাশার মেঘে
নিরাশার বাতাসে ভাসায় যতো মনের আবেগ
ইচ্ছে গুলো শুকনো পাতার মতোন
হাওয়ায় উড়তে থাকে
ধুলো কনায় মিশে নিজেকে লুকিয়ে রাখে
কেনো এমন হয়?
তবুও আমি এই মাঝে মাঝে আসা দুঃখ কে
আগলে রাখি,ধরে রাখি বাঁচিয়ে রাখতে
দুঃখের আড়ালে সুখেরা থাকে বলে
পাবো না জানি,তবুও আাশায় বাঁধি বুক
একদিন হয়তো পাবো দেখা আমি
শত আশায় বাঁচিয়ে রাখা সেই সুখ,,,।