সে জানে পৃথিবীতে কেউ তাকে এক সমুদ্র ভালোবাসে…
তুমি ও আমার কাছে হার মেনে যাবে
সাধক হওয়া অত সহজ নয়!
বাঁতি রঙিন হয়
কিন্তু জীবন রঙিন হয় না কেন?
এক সমুদ্র ভালোবাসায় ভরে না মন সাঁই
বুইড়া বয়সে তোমারেই আমি চাই…
তারা সর্বদা ঝগড়া করে
আর অভিমানে প্রেম করে!
কোন এক সন্ধ্যায়
দেখা হয়েছিলো মালতির সাথে…
তুই যে আমার মিলন মালারে বন্ধু
পিরিতের নকশী সুতায় বেঁধে রাখি
তুমি টা নাই
বাকি সব আগের মতন!
হারানো পদার্থের পিছু ছুটে চলা জীবনের সবচেয়ে বড় বোকামী।
যা আমার নয় তাঁর জন্য মিছে মায়া ত্যাগ কবে হবে?
কতদিন নাই তুমিহীন
বিষাদে ভরা বুক
অথৈ জলে ভেসে যাই আমি
সমুদ্র সম অভিমান জমুক।
বয়স যতই হোক শিশু মন থাকুক আজীবন
শরীরের জমাট বাঁধা রক্ত ই জানে
কতটা ঘৃনা তার জন্য
এক অদ্ভুদ নিয়ম প্রকৃতির
যে ভালোবাসা একবার ঘৃণায় পরিনত হয়
তা আর ভালোবাসায় ফিরে আসে না।
আমি তো আমার আছি
তুই আছিস তোর
এ কেমন ভালোবাসা
কাটে না রে ঘোর…
সবকিছু জানিয়ে দিতে নেই
কিছু জিনিস মনের মধ্যে লুকিয়ে রাখতে হয়।
তুমি অনুভবে আমার থেকো
থেকো চিরদিন আমার হয়ে…
মানুষ হিসেবে আগে মানুষের মর্যাদাটা আগে হোক
তারপর…
আমি যে বদলে গেছি
সেটা নিজেই এখন বুঝতে পারি গো…
মায়া ত্যাগ হলেই হলো
ভালোবাসায় কি এলো গেলো …
অভিনয় টা খুব জরুরি জীবনে!
যা যাবে তা চলে যাক
এই কচু ভালোবাসা পড়ে থাক
ভালোবাসলেই যে দাসত্ব করতে হবে তা কিন্তু নয়
শ্রম দিয়ে খা
অভিনয় করে সুখি হই না
বা সুখের অভিনয় ও করি না
কারন সুখের সঙ্গে কখনও আমার বন্ধুত্ব হয় না।
প্রকৃতির থেকে প্রকৃত বন্ধু এখনও খুজেঁ পাই নি।
সস্তি মেলে প্রকৃতির কাছে গেলে।
যা কিছু আঁকড়ে ধরে বাচঁতে চাওয়া হয়
সেটাই হাওয়ায় মিলিয়ে যায়।
যার ইশারায় গোটা পৃথিবী চলছে ভাল মন্দ তিনিই দেখবেন
আমার কি দায়।
কাদাঁলে যে কাদঁতে ও হয় এটা ভুলে যাও কেন প্রিয়?
যাদের কখনও মিল হবে না
অথচ তাদের বিচ্ছেদ ও হবে না
আমার অনুভুতি গুলি যবে থেকে তোমার কাছে মূল্যহীন হয়ে গেছে
তবে থেকেই তোমাকে আমার অচেনা লাগে…
সাঁইজি
তুমি যতবার যেভাবেই ফিরে আসো
দুই/তিন বাচ্চা র বাপ হলেও আমি তোমারে প্রত্যেকবার
আমার কাছে টেনে নেবো। কারণ,
এ জীবনে তোমাকে ফিরিয়ে দেওয়া আমার সাধ্যের বাইরে
মানুষ সব সময় জীবন থেকে পালাতে চায়
আবার মৃত্যু কে ও ভয় পায়
কি অদ্ভুদ লীলাখেলা
আমার আকাশ সমুদ্র কেন এত খালি
চন্দের জোছনায় ঢেউ নাই কেন
বাতাসে সৈকত এর শব্দ নাই কেন
হঠাত খুবই মিস করছি
তাই আবার অভিমানের বালুর পাহাড়
সমুদ্র সৈকতে
তোমার মধ্যে আবার যদি
নিজেকে খুজেঁ পাই
নিজে থেকেই ফিরবো
কোন দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই।
ভুলে থাকার কত আয়োজন
বাঁচার জন্য ভোলাই প্রয়োজন।
তোমার জন্য আইজকা
সূর্য উদয় দেখা হইলো।
প্রতিদিন ই ভোরে উঠি
কিন্তু সূর্যের আলো
গায়ে মাখা হয় না
ভালোবাসি চাঁদ
দিতাছো সূর্য
বুঝলাম না ব্যাপারখানা
আমি তো এক সমুদ্রই
ভালোবেসেছি
খুব অল্প সময়ের জীবন
কত তাড়াতাড়ি চলে যায়।
সৃষ্টিকর্তা আশ্চর্যজনক ভাবে জীবনে চমৎকার চমক রেখেছেন
অথচ এই জীবন নিয়ে আমাদের কত অভিযোগ।
এত ফাগুনের এত আগুন চারিদিকে তাতে তাপ নাই
এখনও শীত লাগে
প্রতিনিয়ত নতুন স্বপ্ন নিয়ে বাঁচে সব মানুষেরা
কি অদ্ভুদ লীলাখেলা!
প্রতিনিয়ত সেই স্বপ্ন বাচঁতে মানুষ হয় দিশেহারা
কি অদ্ভুদ লীলাখেলা।
মানুষ নিজেকে বদলানোর জন্য কত আয়োজন করে ।দিন শেষে কেউ হয় ব্যর্থ বা কেউ হয় সফল। তবে নিজের চেষ্টা তো অবশ্যই থাকবে হবে সেই সঙ্গে বিশ্বাস রাখতে হবে মহান সৃষ্টিকর্তার উপর। যিনি সৃষ্টি করেছেন তাঁর থেকে ভালো পৃথীবির কেউ ই কখনও বাসবে না। আমরা মায়ায় বা মোহে পড়ে জীবনে কিছু মানুষকে অবলম্বন মনে করি, ভাবি তাকে ছাড়া পৃথিবীতে বেঁচে থাকার অর্থ নেই। কিভাবে বাঁচব তাকে ছাড়া? অথচ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ্ তায়ালা কত সুন্দর করে জীবনের পরবর্তী নির্দেশনা গুলি সাজিয়ে গুছিয়ে রেখেছেন। আমরা সবাই সবাইকে ক্ষমা করি এবং পাশের মানুষটির প্রতি বেশি যত্নশীল হই।
~স্বর্ণ সমুদ্র