Select Page

স্বর্গ

স্বর্গ

যে স্বর্গের স্বপ্নে বিভোর আমি রই মর্তলোকে
খুঁজি কি সেই স্বর্গ আপনার আপনায়
যে বিশ্বাস ভালোবাসা ভিত্তি প্রতিটি মানুষের
আমি কি থাকি বিলীন তাহাতেই!

স্বর্গ সে তো বেশী কিছু নয়, সবই আছে এই মর্ত্যলোকে
বিধাতার প্রতিটি সৃষ্টিতে,

ক্রাউনপয়েন্ট অরেগনের ওই পাহাড় চূড়ায়
যখন দাঁড়ালাম মনে হলো স্বর্গ তো এমনই!
এইরকম নীল আকাশ,পাহাড়, সাগর
আর সাথে প্রিয়জন আমারই।

প্রথম যখন ভালোবাসলাম মনে হলো
এই তো আমার স্বর্গ
যখন সন্তানরা পাশে থাকে মা বলে ডাকে
সেও এক স্বর্গীয় অনুভব।

তাই খুঁজে ফিরি স্বর্গ জীবনের পরতে পরতে
এই মর্তের কঠিন মৃত্তিকালোকে,
প্রতিটি মানুষের অন্তরআলোকে
আমার কাব্যলোকের ছন্দে ছন্দে
কবিতার প্রতিটি ছত্রে ছত্রে
কাব্যভাবনায়।

শাহনাজ পারভীন মিতা
একুশে বইমেলা ২৫ শে ফেব্রুয়ারী,২০২২ইং
বিকাল ৫.৩০ মিনিট
পান্জেরী প্রকাশনী লিমিটেড।

About The Author