ভালোবাসি,
আর না-বাসি—
এই দ্বন্দ্বে গাঁথা অনুভব,
নৈঃশব্দ ও শব্দের খেলা।
একদিকে টান, অন্যপাশে শূন্যতা,
তবু দুটোই আমি—
তোমার স্পর্শে, তোমার অনুপস্থিতিতে।
অনুভব, অনুভূতির দুই ধারে দাঁড়িয়ে
আমি দেখি—
তুমি বয়ে চলছো,
আমার মতোই
সমান্তরাল।
বাহ্যিকভাবে আলাদা,
অভ্যন্তরে ঠিক পাশাপাশি,
যেমন ভালোবাসা ও না-বাসা—
মিলেও মেলে না।
©আলম