আমি যখন দাড়িয়েছি দিনের শেষটায়
সূর্য ঢলে যাওয়ার ঐ পশ্চিমাকাশের দিকে মুখ ফিরিয়ে
ঠিক তখন অনুভুতির দেয়াল ঘেষে তুমি দাড়ালে
অদৃশ্য এক অনুভূতির শিহরণ বয়ে গেলো
অস্তিত্বহীন এক নির্বাক তুমি নামক আলোর ঝলকে
অন্তর দেশ ভুকম্পিত হয়ে কেঁপে গেলো
হৃদয় জুড়ে হঠাৎ তোমার নামে ভাবনারা জেগে উঠলো…
ভাবান্তর মনে সোনালি আলোর দিকে তাকানো
তোমাকে আলোর পরে আলো করে খুঁজে পাওয়া
কিন্তু আলোর রশ্মিতে তুমি নেই
তুমি যেন আজ সূর্যের ও পিঠে চলে গেছো
তপ্ত আলোয় নিজেকে আড়াল করে রেখেছো।
কিন্তু কেনো?
তুমি কি তাহলে শুরুর আমিটা তে ভুলের আভাস পেয়েছিলে
নাকি এই শেষ বিকেলের তুমিটা হারাবে বলে
মিথ্যা অজুহাতের আড়ালে নিজেকে লুকিয়ে নিলে?
প্রশ্ন জাগে মনে,অযথা নয়
বার বার জানার চেষ্টায় মন জেগে রয়
এ কেমন তুমি,বোবা প্রেমের নির্বোধ,পঙ্গু পাখি
উড়তে জানো না,তবুও কেনো আড়ালে লুকাও
কখনো কি মনের টানে হৃদয় দিয়ে আমাকে চাও?
তবে কি জানো,আজও আমি শেষ বিকেলে
তোমার অপেক্ষায় ঐ সোনালি রশ্মিতে নিজেকে রাঙাই
আলোর পরশে পরশে তোমাকে অনুভবে খুঁজে যাই
ক্ষনিকের তরে নয়,ক্ষনস্থায়ী করে নিতে চাই
যদি একবার হঠাৎ তোমাকে পেয়ে যাই।
সকল ভুল ভ্রান্তির দেয়াল তুলে দিয়ে
আবারও তোমাকে চাই আমি শেষ বিকেলটায়।
✍️ কামরুন্নাহার বীথি