শারমিন (পর্ব-৮)

Photo of author

By Kamruzzaman Chunnu

খুব সকালে একটা সুন্দর স্বপ্ন দেখলো পল্লব।একটা নৌকায় করে ওরা রুবিদের বাড়ি যাচ্ছে। রুবি পল্লবের মেঝো বোন।সুগন্ধা নদীতে জেলেরা ইলিশ ধরছে।ওরা এক জেলের নৌকার পাশ দিয়ে যাচ্ছিল।জালে জ্বলজ্যান্ত ইলিশ দুই লাফ দিয়ে মারা যাচ্ছে।কি সুন্দর দৃশ্য! শারমিন বলে উঠলো,”আমরা জেলেদের কাছ থেকে তাজা ইলিশ নিবো।আমি এত তাজা ইলিশ কখনও দেখিনি।খাওয়াতো দূরের কথা।”পল্লব মাঝিকে নৌকাটা জেলেদের নৌকার সাথে ভিড়াতে বললো।
-ভাই, ইলিশ বিক্রি করবেন?
ঃ করমু না ক্যান! বেচার জন্যই তো ধরছি।
-হালি কত করে?
ঃ বড়গুলো নিলে আশি টাহা।মাঝারি নিলে ষাইট টাহা।ছোট সাইজ চল্লিশ।
-দাম বেশি হয়ে গেল না?
ঃ খেয়ে যে মজা পাইবেন,তহোন দামের কতা মোনে থাকবো না।
-বড়গুলো ষাট টাকায় দেন।
ঃলাব থাহে না বাই।
-সবইতো লাভ।নদীকে তো আর টাকা দেন না।
ঃ কি যে কন! কি পরিশ্রম করি দেহেন না।আম্মেরা দুইডা টেহা বেশি দিলে মোরা বাঁচতে পারি।আম্মেরা না দেলে মোরা কই পামু!
-আচ্ছা, সত্তুর টাকা নেও।
ঃ নতুন ভাবীসাবরে লইয়া আইছেন।নেন,হেরে মোগো মজার মাছ খাওয়ান।
পল্লব দুই হালি ইলিশ মাছ নিলো।হঠাৎ করে ঘুম ভেঙে গেল।কি স্বপ্ন দেখলো ও!মনেমনে সবটা আবার ভাবতে চেষ্টা করলো।শারমিনকে নিয়ে এমন স্বপ্ন কেন দেখলো। ও কি কালকে অনেক টেন্স ছিল! মাঝির কথাগুলো মনে পরলো,”নতুন ভাবীসাবরে নিয়া আইছেন।নেন,হেরে মোগো মজার মাছ খাওয়ান।”
ওয়াড বয় ফরিদ এসে রুমে নক করলো।
ঃ মামা,আপনার গেষ্ট এসেছে।গেষ্টরুমে অপেক্ষা করছে।
-কে এসেছে?
ঃ নাম বলে নাই। বলল,গিয়ে বলবি খালা এসেছে।
-আচ্ছা যা।আমি আসছি।
ঘড়িতে দেখে সকাল সাড়ে আটটা।তাড়াতাড়ি উঠে ওয়াসরুম ঢুকে আধাঘণ্টায় রেডি হয়ে নীচে গেষ্টরুমে ঢুকে অবাক হয়ে গেল পল্লব।একটা পেপার নিয়ে পড়ছে শারমিন। শাড়ি পরে এসেছে।কি অপূর্ব লাগছে ওকে দেখতে।স্বপ্নে ওকে শাড়ি পরা দেখেছিল।কি স্নিগ্ধ চেহারা! আহা! বিধাতা সব মায়া কি ওকেই দিয়ে রেখেছে!!!

চলবে…