শারমিন (পর্ব-১০)

Photo of author

By Kamruzzaman Chunnu

দর্শন বিভাগের কাজ শেষ করে অগ্রনী ব্যাংকে টাকা জমা দিতেই একটা বেজে গেল।ভর্তি শাখায় ইসমাইল মামার কাছে পল্লবরা যখন পৌছলো,মামা তখন লাঞ্চের আয়োজনে ব্যস্ত।
পল্লবঃ- মামা, কাগজগুলো একটু নেন না।
মামাঃ- দুইটার পরে মামা।এখন লাঞ্চ টাইম।
পল্লবঃ- প্লিজ মামা।
মামাঃ- আমরাওতো মানুষ।সকাল থেকে কি পরিশ্রমটাই না করছি।এখন একটু খেতে দেন।
পল্লবঃ- মামা তুমিতো এমন ছিলা না।আমরা তোমার কত প্রশংসা করি।তুমি কি সেটা জানো?
পল্লব ইসমাইল মামাকে একটু পটাতে চেষ্টা করলো।
মামাঃ- কি প্রশংসা করেন?
পল্লবঃ- সবাই বলি, ইসমাইল মামা সবার চেয়ে ভাল।সময়-অসময়ে কাউকে ফিরিয়ে দেয় না।
মামাঃ- হইছে, আর পাম দিতে হবে না।দেন সব কাগজপত্র।
পল্লবঃ- আমার লক্ষি মামা।
রেজিষ্ট্রার ভবন থেকে বের হয়ে ওরা ক্যাফেটেরিয়ায় লাঞ্চ করতে গেল।
শারমিনঃ- আচ্ছা, ইসমাইল মামা কি খুব ভাল?
পল্লবঃ- ও আচ্ছা একটা খবিশ। ওই কথা না বললে আড়াইটার আগে আমাদের কাজ করে দিত না।
শারমিনঃ- মানুষকেতো ভালই পটাতে পারেন।
পল্লবঃ- তোমার মতামত এটা?
শারমিনঃ- হুম।আপনার আজকের কাজগুলোতো দেখলাম।আমি একা হলে দুই দিনেও সবটা করতে পারতাম না।
পল্লবঃ- আর কি কি অবজারভেশন করলে?
শারমিনঃ- আপনি হলেন হরফুনমৌলা- সকল কাজের কাজী।
পল্লবঃ- শুনে ভাল লাগলো।ভবিষ্যৎই বলে দিবে তোমার অবজারভেশন কতটা সঠিক।
শারমিনঃ- আমি মানুষ চিনতে ভুল করি না।
পল্লবঃ- তাই! বলতো আমি মানুষটা কেমন?
শারমিনঃ- আপনি খুব ভাল মানুষ।তবে বেশ সহজ সরল।
পল্লবঃ- মানে বোকা?
শারমিনঃ- আরে না।বোকা হবেন কেন?অন্য দশজন থেকে আলাদা।
পল্লবঃ- তাহলেতো চিড়িয়াখানায় ঠাঁই হবে।
শারমিনঃ- কি যে বলেন ভাইয়া।আপনি খুব ভাল মানুষ।তবে ভাল মানুষেরা ভালবাসা যেমন পায়,কষ্টও তেমনি পায়।
পল্লবঃ- তুমি ছোট মানুষ।এতকিছু কেমনে জানলে?
শারমিনঃ- আমি কিন্তু বেশ বড় হয়ে গেছি।এখন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট।
পল্লবঃ- আমাদের এখানে কিন্তু একটা সুন্দর নিয়ম আছে।
শারমিনঃ- কি নিয়ম ভাইয়া?
পল্লবঃ- এখানে আপনি বলা নিষেধ।
শারমিনঃ- মানে
পল্লবঃ- জুনিয়ররা সব সিনিয়রকে ভাইয়া বা আপু বলে।আর সিনিয়ররা জুনিয়রকেও ভাইয়া আর আপু বলে।তাছাড়া সবাই সবাইকে তুমি বলে।শুধুমাত্র ক্লাশমেটরা তুই তোকারি করে।
শারমিনঃ- খুব ভাল নিয়মতো!
পল্লবঃ- তাহলে তুমি নিয়ম ভাঙছো কেন?
শারমিনঃ- আমি আবার কখন নিয়ম ভাঙলাম!
পল্লবঃ- আমাকে তুমি আপনি আপনি করে বলছো।
শারমিনঃ- হা হা হা। আস্তে ধীরে বলবো ভাইয়া।

চলবে…