যুদ্ধ নয় শান্তি চাই পৃথিবীময় রক্ত নয়
লাল সূতায় বেধে দিলাম ভালোবাসার
শান্তির বার্তা, পাঠালাম সমগ্র পৃথিবীতে
স্বেত কপোতের ঠোঁটে।
কেন দুর্বলের উপর সবলের আঘাত?
কেন ভালোবাসার বদলে
রক্তের হোলি ঘেলা?
মারনাস্রের আক্ষাতে কেন
শিশু ,সাধারণ মানুষ আজ
ক্ষত বিক্ষত ,মানবতা আজ
নিরবে নিভৃতে কাঁদে।
বিশ্বের বড়ো বড়ো মোড়লরা মেতেছে
ক্ষমতা ও অস্রের লড়াইয়ে , নেমেছে
কার ক্ষমতা কতো ,কার অস্রের
ঝনঝনানী বেশী প্রদর্শন করতে।
বিনিময়ে অসহায় মানুষের রক্ত
ঝরিয়ে করছে আনন্দ উৎসব,
ফুল ,সুর ,আর শিশু যারা
ভালোবাসেনা তারা মানুষ
খুন করতে পারে!
যুদ্ধ থামাও বাঁচাও মানবতাকে
যতোবড়োই হও না তুমি, তুমি মানুষ তো!
আর নয় অস্রের খেলা মানুষ হায়ে
মানব শিশুকে করোনা হত্যা,
ফুলকে ফুটতে দাও,
ছিড়ে ফেলো না ফুলের কুড়ি।
যদি অস্রের মরন খেলা বন্ধ না করো
তাহলে দেখবে একদিন মানব শূন্য
পৃথিবীতে তোমাকে মানুষ বলে চিহ্নিত
করার মতো মানব থাকবেনা,
অমানুষ বা হিংস্র পশু বলে চিহ্নিত হবে।
যুদ্ধ চাইনা শান্তি চাই, মানুষের নাগালে
থাকতে হবে জীবন বাঁচানোর রসদ,
সমগ্র বিশ্বের মানবতার কাছে পাঠালাম
শান্তির পায়রা ,আসুন শান্তিতে বাস করি
আমাদের এই সুন্দর পৃথিবীতে ভালোবাসার
বন্ধনে চাইনা মারানাস্রের শব্দ, চাই
ভালোবাসার গানের সুর ও বন্ধুত্ব।
সাহানা চৌধুরী
মির্জা সহিত পুর,ওসমানী নগর
সিলেট ,বাংলাদেশ
১লা মার্চ, ২০২২ইং