সেই পাখিটা

Photo of author

By Mohammad Oliur Rahman Khan

বনের মাঝে ঘুরতে এসে
ঘাসের মাঝে শুই
অনেক দিনের চেনা পাখি
সেই পাখিটা তুই।

ঘাসের বুকে শিশির বিন্দু
যেমন করে মেশে
শিশির স্নানে মুগ্ধ আমি
পাখিটা মোর পাশে।

ছোট্ট পাখি নামকি তোমার
কোথায় তুমি থাকো
আমায় নিবে গাছের ডালে
যেথায় তুমি ডাকো?

তোমায় দেখে হঠাৎ কেন
পাখির মত মন
আমায় কেন উড়তে হবে
এই কি অচিন বন!

তুই তো পাখি আমি ডাকি
আমার কাছে বোস
তোদের ভাষায় গান শুনাতো?
টুং টুনা টুন টোস।

এই সবুজের গহীন বনে
তোর জন্যই আসা
বুকের মাঝে শুধুই দেখি
তোর একটি বাসা।

এই বাসাতেই থাকিস পাখি
দিবো তোরে যা চাস
ঘুমিয়ে থাকিস আনন্দেতে
হতে চাই তোর আকাশ।