এই ফাগুনে গুনে গুনে
বছর কুড়ি হল,
এখন গানে, কানে কানে
ধবল বুড়ি খল।
দিন গেল শূন্য বাড়ি
অম্লে শোকে বাড়াবাড়ি,
মাঠে ভাঙে কাহার হাঁড়ি
সুখটা গেল আমায় ছাড়ি।
কথার রেখায় আঁকা ছবি
কথায় আঁকো স্বপ্ন কবি
তোমায় মায়ায় হাসে রবি
মিছে মায়া তোমার সবি।
কথার পাকে কথা হারায়
কথার জালে কথা জড়ায়
ভুলের কথা আপনি ছড়ায়
জানি কথা শূন্যে হারায়।
গুনগুনিয়ে কানে কানে
মন রাঙিয়ে গানে গানে
বাঁধা পড়া একই ধ্যানে
উদাস নেত্র আকাশ পানে।
সেই ফাগুনের এমন দিনে
আগুন ঝরেছিল
দ্বিগুণ তেজে কীসের ঋণে
পলাশ জ্বলেছিল!
রুবি বিনতে মনোয়ার