সেদিন তুমি বৃষ্টি হয়ে ঝরেছিলে আমার ওপর!
বন্ধ দুচোখে আমি অনুভব করছিলাম তোমায়
আমি ক্রমাগত হারিয়ে যাচ্ছিলাম কোথায় যেনো!
শিশির পড়ার মতো শব্দ শুনতে পাচ্ছিলাম রন্ধ্রে রন্ধ্রে
রজনীগন্ধার স্নিগ্ধ ঘ্রাণে মৌ মৌ করছিলো সারাটা উঠোন
আমি চোখ মেলতেই দেখলাম এক জোড়া প্রজাপতি
কী যত্ন করে রঙ এঁকে দিলো আমার চোখ, মুখ ঠোঁটে!
তোমার মায়াবী চোখের মতো ওরা স্বপ্ন আঁকছিলো
আমার মুখ জুড়ে, আমার মন জুড়ে, আর…
আমার সমস্ত অস্তিত্ব জুড়ে!
জানো! তোমার হাসিটা আমার ভীষণ প্রিয়
এমন নির্লোভ হাসি আমি কখনো দেখিনি
তোমার বুকের স্পন্দনে মিশে থাকা মায়া,
আমার সমস্ত শরীরকে মায়াময় করে তোলে
আমি তলিয়ে যাই আটলান্টিকের অতল গহ্বরে
তুমি বৃষ্টি হয়ে ঝরেছিলে আমার ওপর
আমি সিক্ত হয়েছি, আমি স্নিগ্ধ হয়েছি
আমি পাল তুলে নৌকো ছেড়েছি অজানা গন্তব্যে
তোমার জন্যে আমার আছে একমুঠো মরণ
তোমার দেয়া ব্যথাই আমার সুখে স্মরণ!