সাম্যবাদ

Photo of author

By Shipra Das

চুপি চুপি রাত
মিটিমিটি তারা
তুমি আছো সাথে
আমি দিশেহারা।

আজি এই রজনী
এসো গো সজনী
সাজাই ঘরখানি দুজন মিলিয়া,
তুমি যদি চাও
রাঙাবো দু-পাও
চুলের খোঁপাটি দিবো খুলিয়া।

চুলের সুবাসে
রঙের আবেশে
হইওনা উতলা অবেলা প্রহরে,
এসো গো সজনী
অর্ধ রজনী
সাজাই ঘরখানি নিজের করে।

দুজনে মিলেমিশে
বাহিরেতে খেলে হেসে
আয়-ব্যয় নিয়ে থাকি সারাদিন ধরে,
তবুও যেনো হাহাকার!

বাড়িয়ে দেয় শূণ্যতার
বাড়ে শিশু অযতন, সোনার চাদরে।

দুজনেই মিলে যদি
প্রেম-ভালোবাসা করি
দুজনেই কেন নয়, এ’ঘর সাজাতে?

দুজনেই মিলে যদি
সন্তানের দাবিদার
দুজনেই কেন নয় তাহারে গড়িতে?