চুপি চুপি রাত
মিটিমিটি তারা
তুমি আছো সাথে
আমি দিশেহারা।
আজি এই রজনী
এসো গো সজনী
সাজাই ঘরখানি দুজন মিলিয়া,
তুমি যদি চাও
রাঙাবো দু-পাও
চুলের খোঁপাটি দিবো খুলিয়া।
চুলের সুবাসে
রঙের আবেশে
হইওনা উতলা অবেলা প্রহরে,
এসো গো সজনী
অর্ধ রজনী
সাজাই ঘরখানি নিজের করে।
দুজনে মিলেমিশে
বাহিরেতে খেলে হেসে
আয়-ব্যয় নিয়ে থাকি সারাদিন ধরে,
তবুও যেনো হাহাকার!
বাড়িয়ে দেয় শূণ্যতার
বাড়ে শিশু অযতন, সোনার চাদরে।
দুজনেই মিলে যদি
প্রেম-ভালোবাসা করি
দুজনেই কেন নয়, এ’ঘর সাজাতে?
দুজনেই মিলে যদি
সন্তানের দাবিদার
দুজনেই কেন নয় তাহারে গড়িতে?