নিত্য নতুন কুশীলব…
রঙে, ঢঙে, মুখোশে,
অভিনয়ে কেউ কারো
চেয়ে কম যায়না…

আর আমরা ভিষণ ভালো দর্শক…
শুধু আলোচনা আর সমালোচনার
ঝড় তুলি, আহা তাতেই কত শান্তি…

এরই মধ্য কুশীলব বদল হয়
দর্শকের অগোচরে…
রঙ্গমঞ্চে আবার নতুন
আলো জ্বলে উঠে….
নতুন কুশীলব মঞ্চ দাপিয়ে বেড়ায়…

আর আমরা প্রতিবার
শুধুই নিরব নির্বোধ দর্শক…..
আহা তাতেই কত শান্তি….!!

শিমু কলি
১৪/০৭/২০২০ইং