Select Page

ঋতুরাজ

ঋতুরাজ

ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা
রাজকাহনে ফাগুনের গল্প
রাজলক্ষ্মী রাজকুমারের আনাগোনা
ফুলের সুরভি চিত্রকল্প
প্রত্যয় অভিব্যক্তি প্রকাশিত ধারা
তারুণ্য প্রদীপ্ত উচ্ছ্বসিত
আবেগ আপ্লুত অনুভূতি প্রস্ফুটিত
মহিমান্বিত নকশা আবির্ভূত।

সকল হৃদয় নতুন চিত্রাঙ্কন
হারানো স্মৃতি ভস্মীভূত
মোড়ক উম্মোচন আগামী দিন
উদিত স্বপ্ন উৎক্ষিপ্ত
ফাগুনের আগুনে পুড়ে ছারখার
বাসন্তী রঙের গুলবাহার
হলুদ লাল সবুজ সাদা
রামধনুর রঙে ঋতুরা।

মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ
ঢাকা, বাংলাদেশ।
তারিখ-২৩/০২/২০২২,খ্রিস্টাব্দ

About The Author