
ঋণ
এমনি এক শ্রাবণ মেঘের দিন
করেছিলাম ভালোবাসা ঋন….
দিয়েছিলাম হাজার প্রতিশ্রুতি,
সে ঋন যে বাড়ছে নিরবধি…..
মিতালি তার মেঘের সাথে,
শুধু জলের সাথেই আড়ি….!
তার নামেতেই এই শ্রাবণে…
লিখে দিলাম পুরো হৃদয় বাড়ি।।
শিমু কলি
১৯/০৮/২০১৯ইং
Posted by Shimu Koli | Aug 19, 2019 | POEM | 0 |
এমনি এক শ্রাবণ মেঘের দিন
করেছিলাম ভালোবাসা ঋন….
দিয়েছিলাম হাজার প্রতিশ্রুতি,
সে ঋন যে বাড়ছে নিরবধি…..
মিতালি তার মেঘের সাথে,
শুধু জলের সাথেই আড়ি….!
তার নামেতেই এই শ্রাবণে…
লিখে দিলাম পুরো হৃদয় বাড়ি।।
শিমু কলি
১৯/০৮/২০১৯ইং