Select Page

রাবেয়া বসরী

রাবেয়া বসরী

মেয়েটার নাম রাবেয়া বসরী। সেন্টমার্টিন দ্বীপে শামুক কুড়িয়ে বিক্রি করে। প্রতি পোটলা পঞ্চাশ টাকা। ক্লাস থ্রির ছাত্রী। অসম্ভব বুদ্ধিমতী।

তোমরা যখন হাসো তখন
সূর্য লাগে নাকো
হাসি দিয়ে কি আদরে
কষ্টগুলো ঢাকো!

কে বলেছে পুষ্টিহীন সব
খাবার খেয়ে খেয়ে
বুদ্ধিরা সব হারিয়ে গেছে
সা-রে-গা-মা গেয়ে।

তাদের তোমরা হারিয়ে দিবে
আসছে আষাঢ মাসে
ভয়ে তারা উঠবে সবাই
দেখো আমড়া গাছে।

কামরুজ্জামান চুন্নু
২৩/০৫/২০২১ ইং

About The Author