প্রতারক ভ্রমর

Photo of author

By Kamruzzaman Khokon

ফুলেরা তার কৌমার্য হারায়
প্রতারক প্রেমিকের খপ্পরে।
তারপর অমানিশায় কাটে
প্রতিটি রাত জীবনের আমবস্যা হয়ে !
প্রতারককে বিশ্বাস করে
উঁজার করেছিল ভালোবাসা,
দিয়েছিল সাঁতার কাটতে
কামিণীর সরোবরে!

বিবাগী ভ্রমর!
একফুলে নয় তুষ্ট
তাইতো ছড়িয়ে দিয়ে কষ্ট
আজ সে অন্যের সান্নিধ্যে!

হারানো সুখ,
হৃদয়ে নিয়ে,
ফুলে করে ভালোথাকার অভিনয়,
একজনমে তার
জানা হবে না আর,
ভালোবাসা কারে কয়!!?

কামরুজ্জামান খোকন
খুলনা, ০৮.০৭.২০২২