প্রজাপতি জন্ম

Photo of author

By Mohammed Shams Uddin

তোমার চোখে রাখলে আমার চোখ
বৈশাখী ঝড়ে আমি যে সর্বনাশা,
ধরলে তুমি আমার দু’টো হাত
তান্দুরি গ্রীলে ফ্রাই হয় ভালোবাসা।

তোমার দেয়া স্বাক্ষরিত অবহেলা
আমায় কেবল পোড়ায় বারংবার,
তোমার বিদগ্ধ হৃদয়-অগ্নুৎপাতে
পুড়ে গিয়ে কেবল হয়েছি ছারখার।

মন পবনের তরীখানি মোর আজ
ভেসে যায় কোন দূরের পরদেশে,
পাড়ি দিতে চায় সুদূর বিজন পথ
অজানা এক বেদনার আবেশে।

হাওয়ায় হাওয়ায় ভেসে যায় শুধু আজ
স্বপ্ন-পুড়ানো সবটুকু মোর ছাই,
ট্র্যাফিক জ্যামেতে খুঁজি তাই বারবার
আমার দেশে ‘প্রিয় সব’ যাহা নাই।

আরণ্যক আমি হাঁটি শুধু পথে পথে
বেদনাবিধুর আবেগের অক্লেশে,
মথে জড়ানো শুয়োপোকা এক আমি
প্রজাপতি হয়ে জনমি বাংলাদেশে।

আরণ্যক শামছ
মার্চ ০১,২০২২, উপশহর, সিলেট