তুমি যদি চাঁদ হও
আমি হবো তারা
তুমি যদি জ্যোৎসনা হও
আমি হবো জ্যোৎসনার আলো
তুমি যদি ভ্রমর হও
আমি হবো বাহারি ফুল
তুমি যদি নদী হও
আমি হবো নদীর দু’কূল
তুমি যদি আকাশ হও
আমি হবো সাদা মেঘ-বতী
তুমি যদি বৃষ্টি হও
আমি হবো বৃষ্টির ধারা
তুমি যদি মাটি হও
আমি হবো মাটির বুকে সবুজ ঘাস
তুমি যদি বৈশাখী ঝড় হও
আমি হবো ঝড়ের আহত পাখি
তুমি যদি আমাকে ভালোবাসো
আমি হবো তোমার প্রেম প্রেয়সী
তুমি যদি ধরো আমার দুটি হাত
আমি করবো তোমার মাঝে বসবাস
সাহানা চৌধুরী
মির্জা সহিদপুর, ওসমানী নগর,
সিলেট।
১১/০৩/২০২২ইং