Select Page

তুমি

তুমি

তুমি যদি চাঁদ হও
আমি হবো তারা
তুমি যদি জ্যোৎসনা হও
আমি হবো জ্যোৎসনার আলো
তুমি যদি ভ্রমর হও
আমি হবো বাহারি ফুল
তুমি যদি নদী হও
আমি হবো নদীর দু’কূল
তুমি যদি আকাশ হও
আমি হবো সাদা মেঘ-বতী
তুমি যদি বৃষ্টি হও
আমি হবো বৃষ্টির ধারা
তুমি যদি মাটি হও
আমি হবো মাটির বুকে সবুজ ঘাস
তুমি যদি বৈশাখী ঝড় হও
আমি হবো ঝড়ের আহত পাখি
তুমি যদি আমাকে ভালোবাসো
আমি হবো তোমার প্রেম প্রেয়সী
তুমি যদি ধরো আমার দুটি হাত
আমি করবো তোমার মাঝে বসবাস

সাহানা চৌধুরী
মির্জা সহিদপুর, ওসমানী নগর,
সিলেট।
১১/০৩/২০২২ইং

About The Author