Select Page

প্রেমময় লগন

প্রেমময় লগন

বাতায়নে বসে আছি তোমারি আশায়,
ভ্রোমরেরা ফুলে বসে গুন গুন গায়।
বঁধুরো মিলনো ক্ষন মধুর মিলন,
এলোবুঝি আজ তবে শুভ সে লগন।

আকাশে সিঁদুর লাল দেখতে যে পাই
ময়ুর মেলেছে পেখম মেঘ দেখে তাই
নাচবে ময়ুর আজ পেখম মেলে
আমি বসে ভাবনায় তোমার খেয়ালে।

ডানা মেলে পাখিরা নীড়ে ফিরে যায়,
আমি বসে পথ চেয়ে তোমারি আশায়।
আসবে যবে তুমি সংগোপনে
হারাবো দুজনে তবে মধুরো মিলনে৷

এই বুঝি নামলো রিনিঝিনি দেয়া
ভোলা কি যায় সেই মন দেয়া নেয়া,
প্রেমময় মনো মোর গেয়ে ওঠে গান
প্রিয় ওগো প্রিয় এসে ভরে দাও প্রাণ।

এলো বুঝি আজ তবে শুভ সে লগন
মনে আজ দোলা দিলো মধুরো ফাগুন৷
হবে বুঝি প্রেমময় মধুর সে ক্ষন
এলো বুঝি এলো তবে শুভ সে লগন।

জীনাত
২০শে ডিসেম্বর ২০২১
সময়ঃ বিকেল ৪টা

About The Author