অভিমানী বর্ষণ বুকের জমিনে
প্রেমকে সিক্ত করে,
সুজলা প্রেম বিকশিত হয়
আপন মনের ঘরে।
ঝরে সে নির্ঝর আবেগের মাল্য হাতে,
কাছে টেনে নিতে সুখের অদৃশ্য বন্ধন,
শুধু মুখে ফুটে না মনের চন্দ্রমল্লিকা
হৃদয় গেঁথে নেয় অপূর্ণ ক্রন্দন।
আড়াল করে ভালোবাসা চোখের কার্ণিশে
বিচলিত শতদল বিহ্বল হয়ে,
মনের কথা চাপা পড়ে যায়
অনুরাগ হারায় দগ্ধতা সয়ে।
তবুও যায় না ছেড়ে থাকা তারে
মনের আকাশ জুড়ে বিষাদের বসবাস,
আলো আঁধারীর চোরাবালি মাঝে
বিবশ অনুরক্তি গড়ে দুঃখের আবাস।
মনের আকুতির কাছে অসহায় অভিমান
মুখ লুকিয়ে হাসে অন্তঃপুরে,
ভালোবাসা তার শুভ্র পেখম মেলে
হৃদয়ে জড়িয়ে রয় কল্পপুরে।