Zero

শুন‍্য থেকে আসা
শুন‍্যতেই প্রস্থান।
মধ‍্যেখানে সংসারজীবন
সুখ ও দুঃখের স্থান।

চাওয়া পাওয়ার হিসেব
যখন পাহাড়ও সমান।
না পাওয়ার দুঃখ ব‍্যথা
কাঁদায় শুধু প্রাণ।

কারোর পানে তাকিয়ে নয়
সম্মুখে হও আগুয়ান।
ফল তুমি পাবেই পাবে
পাবে পথেরও সন্ধান।

লক্ষ‍্য তোমার থাকুক অটুট
যেন আশায় থাকে টান।
ধৈর্য্যের সাথে কাজ করে যাও
পাবে প্রতিদান।

সব‍্যসাচী দেবরায় (রাজু)
২৫.০২.২০২২