পত্র দিও

Photo of author

By Kamrun Nahar Bithi

আমি হেসেছিলাম মুখ লুকিয়ে,,
তোমার দেওয়া পত্র খানা পেয়ে,,
লিখেছিলে আমাকে পাওয়ার গল্প
দু কথার চিঠিতে হোক না তবুও অল্প।

ভালো লাগার এক খানা পত্রে
প্রেম মিশানো যতো সব কল্পনা জল্পনায় আঁকা
আমার আবছা ছবি খানি
থাকুক না তোমার হৃদয়ে রাখা,,।

ছন্দের সুরে ভেসেছিলো পত্র খানি
লুকিয়ে আনন্দের সাগরে ভেসেছিলাম আমি
এ ভালো লাগায় জরিয়ে প্রতিটি মুহুর্তে
তোমার খোঁজে পত্র বুলাই এপ্রান্তে ও প্রান্তে।

আহা,আজ বুঝি শান্তির নীড়ে প্রশান্তির বাতাস বইছে,আজ বুঝি দু হাতে, বন্ধ চোখে
তোমায় ছুঁয়ে দিচ্ছি,,
অনুভুতির বেড়াজালে নিজেকে জড়িয়ে নিচ্ছি,,
পূর্ণতার স্বাদ নতুন করে খুঁজে পেয়েছি,,।

দীর্ঘ সময় পরে নয়,নিকট সময়ে
আরেক খানা পত্র দিও প্রিয়
আবার তোমার সুখে ভাসার সুযোগ দিও,,
নতুনের উল্লাসে ভাসতে দিও,,
আবারও পত্র দিও প্রিয়।