পরিচয়

Photo of author

By Kamrun Nahar Bithi

চেনার পথে পা বাড়াইনি
তবুও পরিচয়ের খাতায় নামটা উঠে গেলো
না চিনেও চেনার মাঝে হারালাম,,
সম্পর্ক নামক বন্ধনে জড়ালাম।

প্রথম পরিচয়ে ছিলাম নতুনের ছাঁয়া তলে
সময়ের গতিতে আজ অবহেলার পিসে দিলে।
অজান্তেই নতুন পরিচয়ে
দূরের নতুনত্ব কে পেচিয়ে দিলে।
আবার হারাল নতুন করে পুরনো অতীতের
নতুন একলা আমিটার ভীরে।

আমি তো আসিনি,পরিচয়ে কাছে আসতে
আমি তো আসিনি অবেলায় ডুবে যেতে
আমি বিশ্বাসের ছাঁয়াতলে দাড়াতে চেয়েছিলাম
নতুন পরিচয় কে নতুন করে কাছে পেয়ে
আজীবন পরিচিত থাকতে,,
একটু খানি সুখের রঙ মনে মাখতে।

রঙে রঞ্জিত আমি ঠিকই
তবে সুখের নয়,ব্যথারও নয়,হাতাশার,,
ঘৃনার রঙে আজ আমি রঞ্জিত।
তুমি ঠিক,আমিই ভুল
পরিচয়ের নামে প্রকাশিত ভালোবাসা
তোমার কাম্য নয় হয়তো,,
কিন্তু আমি তো জড়িয়ে ফেলেছিলাম
ভুল প্রকাশের আগুনে নিজেই জলে গেলাম।

ক্ষমা করো আমাকে পরিচয়ে ইতি টেনে
আসবো না,ফিরবো না,,
দাবির স্লোগানে ভাসবো না
ভুল প্রকাশ গুলো ভুলে যেও
নতুনত্ব কে কাছে টেনে নিজেকে ভালো রেখো।
এই আমিটা কে নতুন করে আবার ভুলে যেও।

✍️ কামরুন্নাহার বীথি