পঞ্চমত

Photo of author

By Rakibur Rahman Mahabub

এক
মই বেয়েছ তুমি
তুলে দিয়েছে সে
উপরে উঠে ধরনী পাওনি
দায়ী তবে কে !?

দুই
রব তুলে সব করেছ
নীরবে এখন সটকে গেছ
ঘোলা জলে শিকার হয়নি
লজ্জায় আর ফিরে সমর্পণ!

তিন
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম
সব ছিলো দখল
উপরওয়ালার নীচের খেলা
এখন সব বেদখল!

চার
তুমি ভাবো ভাজা মাছ
খেতে দেখেনি কেউ
আসলে ভাই মাছের কাঁটা
ছড়ানো দেখেছে ফেউ!

পাঁচ
খোলস বদলে যতই কর ডন্ডামি
জাতি এখন সবজান্তা বুঝলানি
সময় আছে সিধে হও এখনি
না হলে খেতে পার জাতীয় প্যাদানি!